Blog Archive

Saturday, May 16, 2020

Top list of fashion house in chittagong tanha best new collection

best child collecting and fashion house Chittagong


 
There are various fashion houses in our country like Tanha Best Fashion and Boutiques. Tanha Best Fashion & Boutiques Here we will present to you about different products of different famous fashion houses in the country which can be helpful for you. In the eyes of Tanha Best Fashion and Boutiques, 
 
 Bangladeshi women are becoming fashion concerns day by day. Fashion houses do a great job for Bangladeshis. According to Tanha Best Fashion & Boutiques, many designers are personally opening their fashion houses in our country.
 
 
New top collection and best boutique hose

 
 
Most of the fashion houses are located in Dhaka and Chittagong. Tanha Best Fashion and Boutiques and all the fashion houses in Bangladesh like them, designers are constantly trying to give new designs to the customers. There are hundreds of small and big boutique houses or fashion houses in Bangladesh. Tanha Best Fashion and Boutiques The list of the most popular fashion houses or boutique houses in Chittagong is given below.
 
 
tanha best fashion house in chittagong
 
 
Tanha Boutiques
Fashion House Chittagong
Best fashion house

Saturday, May 2, 2020

করোনার প্রথম ধাপ শেষ না হতেই আরো হতাশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ সংস্থা Letest News bangla

বার্তা থেকে: বৈশ্বিক প্রানঘাতি করোনাকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের প্রথম ধাপ চলছে। এটির প্রকোপ শেষ হলেও দ্বিতীয় বা তৃতীয় ধাপে করোনা ভাইরাস হানা দিতে পারে। Letest News bangla শুক্রবার এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাকসিন তৈরি না হওয়া অবধি করোনা ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় দফার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে বিশ্বের দেশগুলোকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুগ জানান, লকডাউন চলছে বহু দেশে। Letest News bangla কিন্তু তা সত্ত্বেও করোনার প্রকোপ কমানো যায়নি। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।

ক্লুগ বলেন, এর আগেও তিনি করোনার ভয়াবহতা নিয়ে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন, এত তাড়াতাড়ি কোভিড ১৯-এর প্রভাব কমবে না। যতদিন না কোনও ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে বলে পরামর্শ তার। ক্লুগের দাবি, যেকোনো দিন নতুনভাবে আক্রমণ চালাতে পারে করোনাভাইরাস। Letest News bangla  এটি দ্বিতীয় ও তৃতীয় ধাপে ছড়াতে পারে।

ক্লুগের ধারণা ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত সতর্ক থাকার কথা বলা হলেও, এই ভ্যাকসিন বেরোতে অনেকটাই সময় লাগবে। ফলে আরও প্রাণহানির আশঙ্কা থাকছে।Letest News bangla  বিশ্বের বিভিন্ন দেশের উচিত ভবিষ্যতের জন্য তৈরি থাকা। কারণ নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় এখনও পূর্ণ মাত্রায় রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান জানাচ্ছেন, যদি প্রথম দফা কেটে যায় করোনা ভাইরাস সংক্রমণের, তবু আশঙ্কা থেকে যায়। কারণ দ্বিতীয় দফায় ছড়াতে পারে এই ভাইরাস। আর তার ফল হবে মারাত্মক।

এখনও প্রথম দফার চূড়ান্ত পর্যায়ে পৌঁছনো যায়নি বলে ধারণা তার। এরই মধ্যে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে শিথিলতা উঠলেও, Letest News bangla সতর্কতা থেকেই যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলতে। জানানো হয়েছে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক।

এই বিষয়টাকেই ভয় পাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্লুগ বলেন, স্বাভাবিক জীবনযাত্রায় এখনই ফেরা উচিত নয় দেশগুলির। কারণ এখনও করোনার রক্তচক্ষু কাটেনি। এখনও বিশ্ব ৬৩ শতাংশ মৃত্যু দেখেছে করোনায়। এত তাড়াতাড়ি করোনা বিদায় নেবে না বলেই মন্তব্য তার।
মানবকন্ঠ