কেউ বিনা চিকিৎসায়, ক্ষুধার্ত ও গৃহহারা থাকবে না: শেখ হাসিনা
বার্তা প্রতিনিধি: একটি দেশকে সুন্দর ভাবে সাজাতে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে উল্যখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি মানুষও ক্ষুধার্ত ও গৃহহারা থাকবে না। তিনি আরো বলেন, কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। তাদের জীবনটা অর্থবহ হবে, সুন্দর হবে, উন্নত হবে- সেটাই আমাদের লক্ষ্য।
গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বাধীনতা পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে এ স্বাধীনতার সুফল পৌঁছাক। যেটা জাতির পিতার লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল। তিনি বেঁচে থাকলে আমরা স্বাধীনতার পাঁচ থেকে দশ বছরের মধ্যেই তা অর্জন করতে পারতাম। কিন্তু ১৫ই আগস্ট আমাদের সেই সম্ভাবনা কেড়ে নিয়েছে। কিন্তু আজকে যখন আমরা সেই সুযোগটা পেয়েছি তার আদর্শ বুকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী জানান বাংলাদেশ ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। আজকের বাংলাদেশ আমাদের এক দশকের প্রচেষ্টার বাংলাদেশ। আমরা আমাদের প্রবৃদ্ধি এ অর্থবছরে আট ভাগ অর্জন করতে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় এক হাজার ৯০৯ মার্কিন ডলার অর্জন করতে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এ দিবস আমরা আগামীকাল উদযাপন করব। আজকে ২৫শে মার্চ, গণহত্যা দিবস। ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজেই এ দিনটি গণহত্যা দিবস হিসেবে যেন আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে।
গত সোমবার স্বাধীনতা পুরস্কার-২০১৯-এ ভূষিত ব্যক্তিদের মধ্যে এ কে এম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. কাজী মিসবাহুন নাহার, চিকিৎসা বিজ্ঞানে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জ্বল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এ টি এম জাফর আলম (মরণোত্তর), আব্দুল খালেক (মরণোত্তর), অধ্যাপক মোহাম্মাদ খালেদ (মরণোত্তর) ও শওকত আলী খানের (মরণোত্তর) পক্ষে পরিবারের সদস্যরা পদক গ্রহণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রিকালচারের (বিআইএনএ) পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পদক গ্রহণ করেন।
প্রসঙ্গত, জাতির মুক্তি-সংগ্রামে গৌরবোজ্জল অবদানের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষা-সংস্কৃতিসহ জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা যা অব্যাহত থাকবে।
সূত্র: মানবকণ্ঠ
banglarbarta21 live letest news online bangla to related www.blogger.com. It is most favorite blog of the world. banglarbarta21 live letest news online bangla is best way to published any news of the world. banglarbarta21 live letest news online bangla is the best bangla news channel and news paper of the bangladesh. all time best news and very fast ot give people of loves news.
Blog Archive
- May 2020 (2)
- April 2020 (1)
- September 2019 (2)
- August 2019 (2)
- June 2019 (7)
- May 2019 (1)
- March 2019 (1)
About Me
Tuesday, March 26, 2019
Subscribe to:
Posts (Atom)